ফড়িং
বহু চর্চিত একটা কথা আছে—যে সংসারী হয় সে সুখী মানু্ষ। কিন্তু সংসার এবং সুখ এই শব্দদুটিকে এক সুতোয় গাঁথতে পেরেছে এমন নারীর সংখ্যা হাতে গোনা। বিয়ের আগের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় চিরাচরিত সংসারের যাঁতাকলে। পরাধীনতার নাগপাশে নারী তার স্বাধীন সত্তা খুঁজতে খুঁজতে একাকীনী হয়ে যায়—একলা চলো রে। এই গল্পে এমনই এক নারী।
by শতরূপা সিংহ | 27 August, 2021 | 592 | Tags : short story gender discremination patriarchy freedom